• নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১' ও এর সর্বশেষ পরিমার্জন(১০ জানুয়ারী ২০২৪'
  • সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ ও এর সর্বশেষ পরিমার্জন (১০ জানুয়ারি ২০২৪’) অনুযায়ী বহুড়া-বলিয়ানপুর,সাতপোতা,হুলহুলিয়া (বিএস,এইচ) সিংগা মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘর-কেরালকাতা,উপজেলা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা এর জন্য শূন্য পদে একজন (০১) নিরাপত্তাকর্মী  (৪র্থ শ্রেণীর কর্মচারি) নিয়োগ করা হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নুন্যতম ৮ম শ্রেণী পাশ হতে হবে। (যার বেতন গ্রেড-২০)। আগ্রহী প্রার্থীদের ১০০০/= (এক হাজার) টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার  ও প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিন অর্থ্যাৎ আগামী ১৮ মার্চ-২৪’ ইং তারিখের মধ্যে অফিস চলাকালিন সময়ে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। অসম্পূর্ন আবেদন বাতিল বলে গণ্য হবে।

                                                                                                                                                                                                                                                                  প্রধান শিক্ষক

    Download



All Right Reserved @ 2023. Design & Developed by Softvalley Solutions